ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছাবার্তা  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

আজ ভারতের ৭২ তম স্বাধীনতা দিবস। এ দিবস উপলেক্ষ বিভিন্ন মানুষ নিজেদের মতো করে দেশের প্রতি নিজেদের ভালবাসা জানিয়েছেন।   

সচিন তেন্ডুলকার ও বিভিন্ন বিখ্যাত মানুষ সোশ্যাল মিডিয়ায় অনুপ্রেরণা প্রদানকারী পোস্ট শেয়ার করেছেন এবং হোয়াটসঅ্যাপে পরিবার বন্ধুদের বিভিন্ন শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।

পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুদর্শন পট্টনায়ক আজকের দিনে বালি দিয়ে একটা বিশেষ স্থাপত্য তৈরি করেছেন।

টুইটারে তিনি লেখেন, “সকল দেশবাসীকে জানাই ৭২ তম # স্বাধীনতা দিবসের শুভেচ্ছ”।  

উড়িষ্যার পুরী সমুদ্র সৈকতের বালি নির্মিত স্থাপত্যকীর্তির সাহায্যে তিনি সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

স্থাপত্যটি গেরুয়া, সাদা, সবুজ রঙের বালি দিয়ে তিনি ভারতের জাতীয় পতাকার আদলে স্থাপত্যটি গড়ে তুলেন।

কেন্দ্রীয় সরকারের মানবকল্যাণ দপ্তরের পক্ষ থেকেও সুদর্শন পট্টনায়কের তৈরি অন্য একটা স্থাপত্যের ছবি শেয়ার করা হয়েছে, যেখানে লেখা দেখা যাচ্ছে, “এক ভারত শ্রেষ্ঠ ভারত।”  

সূত্র: এনডিটিভি

এমএইচ/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি